Subscribe Us

header ads

Beautiful Bengali Lady Lover ।। Poem ।। বঙ্গনারী Lover (বঙ্গললনা) ।। Crush ।। Sayan Ganguli

                             
                Beautiful Bengali Lady

Beautiful Bengali Lady Lover ।। Poem ।। বঙ্গনারী Lover (বঙ্গললনা) ।। Crush ।। Sayan Ganguli        

                                                                                                                                 --  Sayan Ganguli


"যেখানেই বঙ্গনারী পরে শাড়ি কপালে টিপ হাতে চুড়ি আর নুপুর দেয় পায় সেখানেই আমি ক্রাশ খায়। 
ঘন কালো লম্বা চুল আর কানে ওই ঝুমকো দুল কপালে দেয় টিপ আর বেড়ে যায় আমার বুকের ঢিপ ঢিপ। 
ক্রাশ না খেয়ে পারা যায় না যখন নারী হয় বঙ্গললনা তাকাই নারী এমন করে যেন দেখব আমি দুচোখ ভরে। 
জানিনা কি গুন বঙ্গললনায় আমার কাছে তো ক্রাশ শব্দ টা এখানেই মানায়।
তোমরা কি পাও জিন্স টপ পড়ে, পরোনা শাড়ি দেখব দুচোখ ভরে। 
ছুঁড়ে ফেললে কেন টিপ আজ লাগিওনা লিপস্টিক কারণ এখানেই আমি আটকেছি ক্রাশ বানাবো তোমায় ভেবেছি। 
কাটছো কেন চুল কোরোনা এই ভূল বজায় রাখো নিজের ট্র্যাডিশন এতেই আছে অনেক ফ্যাসান। 
আজ কোরোনা কোন মেকাপ মেখনা ময়দা এতেই পার্ফেক্ট লুক পুরো ফিদা।
চোখে দিওনা কোন আইলাইনার কারণ এসব এখন চায়নার দাও শুধু হালকা কাজল এতেই আমরা পাগল। 
রেখো ঘন লম্বা চুল আর চুলে লাগাও লাল গাঁদা ফুল, তোমাকে ক্রাশ না বানিয়ে করবোনা আমি ভুল। 
লম্বা চুল আর ঝুমকো দুল গোলাপি ঠোঁট আর লাল শাড়ি ব্যাস পারফেক্ট এইতো আমার বঙ্গনারী। 
কি রূপ এই বঙ্গললনায় যার কারণে বিদেশেও বঙ্গনারী কোনায় কোনায়।
শুধু রূপ কেন গুনেও সেরা বঙ্গনারী করছে বিশ্বজয় বলছে আমিও পারি। 
রূপে-গুণে ক্রাশ হিসাবে বঙ্গনারীই অনবদ্য, আর তোমরা শুধু জিন্স টপেয়  আবদ্ধ।
বিশ্বজুড়ে আজ বঙ্গনারীই সেরা ক্রাশ হিসাবে বঙ্গনারীই হীরা, বঙ্গনারীই হীরা।"
                                 
Disclaimer:- This poem is created by Sayan Ganguli. this is an original poem of the Bengali language. The poem's topic is beautiful Bengali girls. It is not our intention to comment on someone's clothing. Sorry if anyone got hurt. Here it is said about the fascination of Bengal Lana. Gorgeous Bengali ladies. Lovely Bengali Ladies. Bengali culture and tradition is outstanding. Poem of Love. it's a Love Status Poem, Your love life is most important. Feel the love for your partner. Never hurt her. Never break up with her and trust her. Trust is the most important thing in our love life.
you can freely use it on your Facebook status, WhatsApp status, and your Facebook account but you can not share it with your Facebook page, YouTube channel, or any creative platform without giving credit to the author.
                                                                                                  



Disclaimer: - এই কবিতাটি Sayan Ganguli তৈরি করেছেন।  এটি বাংলা ভাষার একটি মূল কবিতা।  কবিতাটির বিষয়টি হ'ল বিউটিফুল বাঙালি মেয়েরা।  কারও পোশাক সম্পর্কে মন্তব্য করা আমাদের উদ্দেশ্য নয়।  কেউ আহত হলে দুঃখিত।  এখানে বাংলার লালনার মুগ্ধতা সম্পর্কে বলা হয়।  সুন্দরী বাঙালি মহিলা।  সুদৃশ্য বাঙালি মহিলা।  বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য অসামান্য। এটি একটি Love Status Poem, আপনার প্রেমের জীবনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।  আপনার সঙ্গীর প্রতি ভালবাসা অনুভব করুন।  কখনই তাকে আঘাত করবেন না।  কখনই তার সাথে ব্রেক আপ করবেন না এবং তাকে বিশ্বাস করুন।  বিশ্বাস আমাদের ভালবাসার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

  আপনি এটিকে আপনার ফেসবুকের স্ট্যাটাস, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টে নিখরচায় ব্যবহার করতে পারেন তবে লেখককে ক্রেডিট না দিয়ে আপনি এটি আপনার ফেসবুক Page, ইউটিউব চ্যানেল বা কোনও সৃজনশীল প্ল্যাটফর্মে Post করতে পারবেন না।



Bengali ladies photo, Bengali ladies photos, Bengali ladies name, Bengali lady image, Bengali saree, Bengali photo, Bengali lady painting, Bengali woman, Bengali girl quotes, Bengali girl name, Bengali girl poem, Bengali girl, bongololona

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ